গণপূর্ত অধিদপ্তর অর্থায়নে সাড়ে ৫১ লাখ টাকা ব্যয়ের বিচারপ্রার্থী-বিশ্রামাগার ন্যায়কুঞ্জ স্থাপন নির্মাণের উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
শনিবার (১৮মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা দায়রাজজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। প্রতিটা মানুষ বিচার পাবেন।
তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটা মানুষ দ্রুত বিচার পাওয়ার যেমন সাংবিধানিক অধিকার, তেমনি দ্রুত বিচার প্রদান করা বিচারপতিদের নৈতিকতার কাজ। এই আদালতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিচারপ্রার্থীরা আসেন তাদের বসার জন্য ন্যায়কুজঞ্জ বিশ্রামাগার তৈরি করছেন সরকার।
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা আদালতে এইরকম ন্যায়কুঞ্জ বিশ্রামাগার নির্মাণ করে দিচ্ছেন।এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বিশ্রামাগারে বিচার প্রার্থীরা ছাড়াও সবাই বসতে পারবে।






















