আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের এই আসরে ইতোমধ্যেই ১৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে। কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের আসরের দল ঘোষণা করবে। কিন্তু এর মধ্যেই ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ।
সাইড স্ট্রেনের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে খেলা হয়নি তাসকিন আহমেদের। চোটের অবস্থা জানতে বিসিবি তার পরীক্ষা করায়। জানা যায়, স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে তারা। যেখানে তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে। বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে এমনটায় জানায় দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে।
ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের স্কোয়াডে পাওয়া নিয়ে অনিশ্চয়তা! তবে বিসিবি তার জন্য অপেক্ষা করতে চায়। একান্তই তাসকিন খেলতে না পারলে তার পরিবর্তে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে রয়েছেন তানজিম হাসান সাকিব।
গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি বলেছিলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’
বিসিবি প্রধান আরও বলেছিলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
গত ওয়ানডে বিশ্বকাপ থেকে তাসকিনকে ভোগাচ্ছিল কাঁধের চোট। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন এই পেসার। গত বিপিএল দিয়ে ফের মাঠে ফেরেন তাসকিন। এরপর থেকে নিয়মিত খেলার মধ্যেই আছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন, এরপর জিম্বাবুয়ে সিরিজে টানা খেলেছেন প্রথম চারটি টি–টোয়েন্টি।

























