নোয়াখালী বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছে। সকালে চৌমুহনী -লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এই ঘটনা ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি গাড়ি চৌমুহনী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি রড ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘঘটনা হয়। ঘটনার সময় সিএনজি এবং ট্রাকটি পার্শ্ববর্তী খালে পড়ে ডুবে যায়। চৌমুহনী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের সহায়তায় পানির নিচ থেকে ৩ জনের লাশ উদ্ধার করে। এছাড়া ডুবে যাওয়ার ট্রাকের ভিতরে আরো একজনের লাশ আছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
নিহতরা লক্ষ্মীপুর জেলার পশ্চিম লতিফপুর গ্রামের রহমত উল্লাহ ভূঁইয়া (৭০), সেনা সদস্য ফজলুল করিম ( ৫০) ও লক্ষ্মীপুর জেলার ভৈরব গ্রামের আলাউদ্দিন (৪৫) বলে জানা যায়। নিহতরা সবাই সিএনজি যাাত্রী বলে জানা যায়।
ঘটনার পর ট্রাকের ড্রাইভার হেলপার পালিয়ে যায় বলে পুলিশ জানায়।






















