০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা পদাতিক নতুন নাট্যকর্মী নিচ্ছে

“নাটক হোক জীবনের প্রকাশিত সত্য,নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার”। এই শ্লোগান নিয়ে কাজ করা নাটকের দল ঢাকা পদাতিক ৪৪ বছরে মৌলিক, অনুবাদ ও রুপান্তর নাটকের ৩৯টি প্রযোজনার প্রায় দুই হাজার প্রদর্শনী অধিকাংশ নাটকই তুমুল দর্শকপ্রিয় হয়েছিল। উল্লেখযোগ্য নাটক সমূহ ক্ষ্যাপা পাগলার প্যাচাল, ইন্সপেক্টর জেনারেল, ইংগিত, এইদেশে এইবেশে, গনি মিয়া একদিন, জনতার শত্রু, বিষাদ সিন্ধু পর্ব-১, বিষাদ সিন্ধু পর্ব-২, জলদাস, আপদ। আর বর্তমানে চলমান প্রযোজনা  ট্রায়াল অব সুর্যসেন, কথা’৭১, পাইচো চোরের কিচ্ছা, হেফাজত ও টেলিফোন ম্যাজিক।

 

এই দীর্ঘ পথচলায় অসংখ্য গুণী মানুষ তৈরী করে ঢাকা পদাতিক যারা শিল্প ও সমাজে স্বমহিমায় উজ্জ্বল।

 

ঢাকা পদাতিক অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংযোগে নব-নব শিল্প সৃজনে দৃঢ়বিশ্বাসী। বরাবরই তারা নতুন সৃজনে তারুণ্যকে গুরুত্ব দিয়ে থাকে। আগামীতে যাদের পদচারণায় ঢাকা পদাতিক তথা নাট্যাঙ্গন মুখরিত হবে, সৃষ্টিতে হবে বর্ণীল সেই স্বপ্নবাজদের নিয়ে নাট্যকর্মশালা হবে। ঢাকা পদাতিক বিশ্বাস করে তাদের অভিজ্ঞতা, তারুণ্যের দুর্দমনীয় সৃজন স্পৃহা মিলে শিল্পাঙ্গনে ছড়াবে ভরাপূর্ণিমার আলোকছটা। এবারের নাট্য কর্মশালায় প্রশিক্ষন দেবেন নাটকের নানা শাখার দেশবরেণ্য প্রশিক্ষকগন।

 

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ মে ২০২৪ এর মধ্যে আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করে https://qr-codes.io/gJTELD গুগল ফরমটি পূরণ করতে হবে অথবা QR কোডে প্রবেশ করুন অথবা ই-মেইল করতে পারেন: dhakapadatik.theatre@gmail.com

জনপ্রিয় সংবাদ

ঢাকা পদাতিক নতুন নাট্যকর্মী নিচ্ছে

আপডেট সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

“নাটক হোক জীবনের প্রকাশিত সত্য,নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার”। এই শ্লোগান নিয়ে কাজ করা নাটকের দল ঢাকা পদাতিক ৪৪ বছরে মৌলিক, অনুবাদ ও রুপান্তর নাটকের ৩৯টি প্রযোজনার প্রায় দুই হাজার প্রদর্শনী অধিকাংশ নাটকই তুমুল দর্শকপ্রিয় হয়েছিল। উল্লেখযোগ্য নাটক সমূহ ক্ষ্যাপা পাগলার প্যাচাল, ইন্সপেক্টর জেনারেল, ইংগিত, এইদেশে এইবেশে, গনি মিয়া একদিন, জনতার শত্রু, বিষাদ সিন্ধু পর্ব-১, বিষাদ সিন্ধু পর্ব-২, জলদাস, আপদ। আর বর্তমানে চলমান প্রযোজনা  ট্রায়াল অব সুর্যসেন, কথা’৭১, পাইচো চোরের কিচ্ছা, হেফাজত ও টেলিফোন ম্যাজিক।

 

এই দীর্ঘ পথচলায় অসংখ্য গুণী মানুষ তৈরী করে ঢাকা পদাতিক যারা শিল্প ও সমাজে স্বমহিমায় উজ্জ্বল।

 

ঢাকা পদাতিক অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংযোগে নব-নব শিল্প সৃজনে দৃঢ়বিশ্বাসী। বরাবরই তারা নতুন সৃজনে তারুণ্যকে গুরুত্ব দিয়ে থাকে। আগামীতে যাদের পদচারণায় ঢাকা পদাতিক তথা নাট্যাঙ্গন মুখরিত হবে, সৃষ্টিতে হবে বর্ণীল সেই স্বপ্নবাজদের নিয়ে নাট্যকর্মশালা হবে। ঢাকা পদাতিক বিশ্বাস করে তাদের অভিজ্ঞতা, তারুণ্যের দুর্দমনীয় সৃজন স্পৃহা মিলে শিল্পাঙ্গনে ছড়াবে ভরাপূর্ণিমার আলোকছটা। এবারের নাট্য কর্মশালায় প্রশিক্ষন দেবেন নাটকের নানা শাখার দেশবরেণ্য প্রশিক্ষকগন।

 

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ মে ২০২৪ এর মধ্যে আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করে https://qr-codes.io/gJTELD গুগল ফরমটি পূরণ করতে হবে অথবা QR কোডে প্রবেশ করুন অথবা ই-মেইল করতে পারেন: dhakapadatik.theatre@gmail.com