গাজীপুরের শ্রীপুরে শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ থেকে আকিবুল হাসান(৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. আকিবুল হাসান (৩২) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাতার গ্রামের জাফর শেখের ছেলে। তিনি বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শিরিনা আক্তারের স্বামী। কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে থাকতেন আকিবুল।
স্থানীয় ও শ্রীপুর থানা সূত্রে জানা গেছে,বুধবার সকালে বাড়ির পাশের কাঁঠালবাগানে কাঁঠাল গাছের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, ‘ গতকাল রাতে ঋণের টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়।এক ফাঁকে রাত ১২টার পর কোনো এক সময় আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে।পরে আর তাকে খোঁজে পাওয়া যায় নি।
বুধবার ভোরে পাশের বাড়ির লোকজন কাঁঠালবাগানে কাঁঠাল গাছের সঙ্গে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। খবর পেয়ে আমি কাঁঠাল গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। এ ঘটনায় পুলিশে খবর দেয় এলাকাবাসী। শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয়রা ধারণা করছেন,রাতে ঋণের টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটির জেরে অভিমান করে আত্মহত্যা করেছে সে। নিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলোহ লেগেই থাকতো।
তার স্ত্রী সবসময় মানসিক যন্ত্রনা দিয়ে আসছিল। টাকা নিয়ে তাদের মধ্যে কলোহের জেরে এ ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই) হেলান উদ্দিন বলেন, শশুরবাড়ির কাঁঠাল গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা তহয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




















