উপজেলা নির্বাচন : মিরসরাইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী নয়ন, ভাইস চেয়ারম্যান সাইফুল
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে উম্মে কুলসুম কলি বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাকির হোসেন জানান, ১১৩টি কেন্দ্রে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে এনায়েত হোসেন নয়ন পেয়েছেন ৩৩ হাজার ৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মােহাম্মদ আতাউর রহমান ঘোড়া প্রতীকে ২০ হাজার ৭৬৭ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে সাইফুল ইসলাম চশমা প্রতীকে ৩৮ হাজার ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী। টিয়া পাখি প্রতীকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট।
৩১ হাজার ২৩৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে উম্মে কুলসুম কলি বিজয়ী হয়েছেন। কলস প্রতীকে ২০ হাজার ৫৭৭ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন ইসমত আরা ফেন্সি।
উপজেলা নির্বাচন : সীতাকুণ্ডে চেয়ারম্যান পদে বিজয়ী রাজু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম মহিউদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন জানান, ৯২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আরিফুল আলম চৌধুরী রাজু পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিউদ্দিন আহমেদ মঞ্জু দোয়াত-কলম প্রতীকে ১১ হাজার ১৮৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে মো. গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীকে ৫৮ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী। টিউবওয়েল প্রতীকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট।
৫৪ হাজার ৭৯২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন। হাঁস প্রতীকে ৮ হাজার ৮০৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন শামীমা আক্তার লাভলী। ফুটবল প্রতীকে ৫ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন হামিদা আক্তার।
উপজেলা নির্বাচন : সন্দ্বীপের চেয়ারম্যান এস এম আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে আনারস প্রতীক নিয়ে ৪১,৩৮৮ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এস এম আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান উপজেলা চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন পেয়েছেন ২৫৩১ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে ৩৬,৭৫৫ ভোট পেয়ে হালিমা বেগম শান্তা বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কলস প্রতীক নিয়ে নির্বাচন করা নাহিদ তন্নী লিজা পেয়েছেন ৫৮৮৮ ভোট।
এ নির্বাচনে উপজেলা ভাইস চেয়াম্যান পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় ওমর ফারুক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশনে সহকারী রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার দেবাশীষ দাশ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সন্দ্বীপ উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর চলে ভোট গণনা।
সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে অপর প্রার্থীদের মধ্যে দোয়াত কলম প্রতীকের ফোরকান উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৩৪ ভোট, হেলিকপ্টার প্রতীকের শেখ মুহাম্মদ জুয়েল পেয়েছে ৩২৭ ভোট, মোটরসাইকেল প্রতীকের এডভোকেট নাজিম জামশেদ পেয়েছেন ৩২৭ ভোট।
উল্লেখ্য, উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৮৫টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৬৭৬ জন। যার মধ্যে পুরুষ ১,২৬,৬৮৯জন ও মহিলা ১,১৮,৯৮৫ জন।
মিরসরাইয়ে জাল ভোট দিতে গিয়ে তিন নির্বাচনী কর্মকর্তা আটক
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ তিনজন নির্বাচনী কর্মকর্তাকে আটক করা হয়েছে।
বুধবার (৮ মে) উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে এ ঘটনা ঘটে। ওই তিনজন বিকেল ৩টার পর থেকে একজন বিশেষ প্রার্থীর নির্দিষ্ট প্রতীকের ব্যালটে জাল ভোট দিচ্ছিলেন।
আটকরা হলেন, সহকারী প্রিসাইডিং অফিসার মুক্তি রাণী হাওলাদার, পোলিং অফিসার মুন্নী বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন নির্বাচনী কর্মকর্তা ব্যালট পেপারে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের কাপ-পিরিচ প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন। এ সময় তাঁদেরকে হাতেনাতে আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এনায়েত হোসেন নয়ন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল সমর্থিত প্রার্থী।
এ প্রসঙ্গে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘ভোটগ্রহণের শেষমুহূর্ত এখন। একটু ঝামেলায় আছি। পরে বিস্তারিত জানাবো।’
চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক করার ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত এই মুহূর্তে বলতে পারছি না।


























