জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুরে এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে প্রায় তিন শতাধিক অসহায়, গরীব ও দূস্থদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ ও চিনিসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার দুপুরে সারজা চ্যারিটি ইন্টারন্যাশলালের সৌজন্যে উপজেলার শালাইপুর এতিমখানা প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে শালাইপুর এতিমখানার ও মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারজা চ্যারেটি ইন্টারন্যাশলের কান্ট্রি পরিচালক হামদান আল জারি। এসময় পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি।
বিশেষ অতিথি ছিলেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক জাহাঙ্গীর আলম, শালাইপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, এতিমখানা ও মাদ্রাসার হাসান ফারুকি, এনজিও প্রতিনিধি ও সমাজসেবক রফিকুল ইসলাম শাহীন চৌধুরী, এসআই মহিদুল, এসআই শাহাজান প্রমূখ।






















