গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় এক ছাত্রের বিষপানে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার দুপুরে শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকায় একটি বনের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মাহমুদ হাসান (১৬) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের আজিজুল বেপারীর ছেলে। সে স্থানীয় ফাওগান উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।
মঙ্গলবার সকালে কিশোরের বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকায় একটি বনের ভেতর অচেতন অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।




















