১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে গাছ কেটে হচ্ছে সড়ক প্রসস্থকরণ সংবাদ প্রকাশের পর গাছ কাটা বন্ধ

সড়ক প্রসস্থকরণের নামে কালীগঞ্জের নলছাটা-উলুখোলা ভায়া নাগরী সড়কের দুই পাশে থাকা সরকারী শত শত ফলজ ও বনজ গাছ কেটে নেয় স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের একটি দল নলছাটা- উলুখোলা ভায়া নাগরী সড়কের পাশের এলাকা হতে ফলজ ও বনজ কাটা গাছ জব্দ করা হয়েছে বলে জানায় (এলজিইডি) এর কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার । উল্লেখ যে, কয়েকদিন পূর্বে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন মাইকিং করে দশ-বার দিনের মধ্যে গাছ কেটে ফেলার নির্দেশনা জারী করে। ফলে স্থানীয়রা তাদের দখলীয় জমির পাশের সড়কের শত শত গাছ কেটে নিয়ে যায়।
লাখ লাখ টাকা মূল্যের মেহগনী,রেইনট্রি,আম-জাম, কাঠাল, কামরাঙ্গাসহ গাছ কেটে নেয়ার ফলে রাষ্ট্র অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে অপরদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার প্রতিদেককে জানান, ইউএনও স্যারসহ সরেজমিনে গিয়ে কিছু কাটা গাছ জব্দ করে নাগরী ইউনিয়ন ভ‚মি অফিস প্রাঙ্গনে রাখা হয়েছে। আর যাতে কেউ গাছ না কাটে সে ব্যাপারে এলাকার জনসাধারণকে নিষেধ করা হয়েছে।

শীতের রাতে পায়ে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন

কালীগঞ্জে গাছ কেটে হচ্ছে সড়ক প্রসস্থকরণ সংবাদ প্রকাশের পর গাছ কাটা বন্ধ

আপডেট সময় : ০৭:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
সড়ক প্রসস্থকরণের নামে কালীগঞ্জের নলছাটা-উলুখোলা ভায়া নাগরী সড়কের দুই পাশে থাকা সরকারী শত শত ফলজ ও বনজ গাছ কেটে নেয় স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের একটি দল নলছাটা- উলুখোলা ভায়া নাগরী সড়কের পাশের এলাকা হতে ফলজ ও বনজ কাটা গাছ জব্দ করা হয়েছে বলে জানায় (এলজিইডি) এর কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার । উল্লেখ যে, কয়েকদিন পূর্বে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন মাইকিং করে দশ-বার দিনের মধ্যে গাছ কেটে ফেলার নির্দেশনা জারী করে। ফলে স্থানীয়রা তাদের দখলীয় জমির পাশের সড়কের শত শত গাছ কেটে নিয়ে যায়।
লাখ লাখ টাকা মূল্যের মেহগনী,রেইনট্রি,আম-জাম, কাঠাল, কামরাঙ্গাসহ গাছ কেটে নেয়ার ফলে রাষ্ট্র অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে অপরদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার প্রতিদেককে জানান, ইউএনও স্যারসহ সরেজমিনে গিয়ে কিছু কাটা গাছ জব্দ করে নাগরী ইউনিয়ন ভ‚মি অফিস প্রাঙ্গনে রাখা হয়েছে। আর যাতে কেউ গাছ না কাটে সে ব্যাপারে এলাকার জনসাধারণকে নিষেধ করা হয়েছে।