কুড়িগ্রামে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুর্ধ্ব-১৫ বছরের বালক-বালিকাদের নিয়ে সঁাতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মো: নাহিদ হাসান জনি। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো: ইবনুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুর্ধ্ব-১৫ বছরের ১২০ জন প্রতিযোগী সঁাতারের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। এছাড়া ২৫ জন শিক্ষার্থীকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়।


























