নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত দুই দিন ধরে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দুর্গাপুরে। সেই সঙ্গে উজানেও বৃষ্টিপাত হওয়ায় নামতে শুরু করেছে পানি।
মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর আগে সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুর পয়েন্ট দিয়ে উজনের পানি আসতে শুরু করে। দুপুরের মাঝেই ভরে উঠে নদী।
এদিকে পানির স্রোতে ভেঙে পড়ে দুই পারের মানুষের চলাচলের তেরি বাজার-শিবগঞ্জের অস্থায়ী কাঠের সেতু। এতে নদী পারাপারে মানুষের কষ্ট পোহাতে হচ্ছে। ঘাট কর্তৃপক্ষের লোকজন জানিয়েছে পাহাড়ি ঢলের কারণে অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়ায় এ বছরের মত বন্ধ থাকবে। নৌকায় পারাপার এখন একমাত্র ভরসা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে নদীর পানি বৃদ্ধ পেলেও এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান জানান,স্বপ্লমেয়াদি বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান জানান,নদীর পাহাড়ের ঢলের সর্বশেষ পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। নদীর পানির ব্যাপারে সকল খোঁজ খবর রাখছি। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।























