৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রংপুরের দুটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করা হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ১৬২টি ভোট কেন্দ্রের ১ হাজার ৫৫ কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। উপজেলা দুটির নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের মাঠে পুলিশ বিজিবিসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নির্বাচনি এলাকা। রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬শত ৪৮ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৭৫৪ জন আনছার সদস্যসহ ৪ প্লাটুন বিজিবি, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন অফিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
শিরোনাম
রংপুরে ২ উপজেলায় ভোটগ্রহণ চলছে
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- ।
- 207
জনপ্রিয় সংবাদ


























