০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে আটকা পড়েছে মৃত হরিন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে আটকা পড়েছে মৃত একটি চিত্রা হরিন। তিন ফুট দৈর্ঘ্য’র এ হরিনটির মুখ থেকে রক্ত ক্ষরন হচ্ছিল। হরিনটি অনেকটা ফুলে গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জোয়ারের পানিতে হরিনটি ভেসে এসেছে।
পরে এটিকে মাটি চাঁপা দেয়া হয়। সুন্দরবনে ঘূর্নিঝড় রেমালের আঘাতে হরিনটি মারা যেতে পারে বলে স্থানীয়দের ধারনা। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ জানান, ঘূর্নিঝড় রেমালে পানি বৃদ্ধির কারনে হয়তো হরিনটি মারা গেছে।
এমন আরো অনেক মৃত হরিন সাগরে ভাসমান অবস্থায় জেলেরা দেখেছেন বলে তিনি শুনেছেন। এ্যানিমেল লাভার্স কলাপাড়া সংগঠনের সদস্য মো. বায়েজিদ মুন্সি জানান, ঘটনাটি শুনেছি, এ্যানিমেল লাভার্সের সদস্য এবং স্থানীয় বন-বিভাগের সহায়তায় হরিনটি মাটিচাঁপা দেয়া হয়েছে।
জনপ্রিয় সংবাদ

ওগাঁয় রক্তদহ বিল পুন:খননে প্রতিবছর অতিরিক্ত উৎপাদন হবে ১৭০ কোটি টাকা মূল্যের ফসল।

কুয়াকাটা সৈকতে আটকা পড়েছে মৃত হরিন

আপডেট সময় : ০৫:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে আটকা পড়েছে মৃত একটি চিত্রা হরিন। তিন ফুট দৈর্ঘ্য’র এ হরিনটির মুখ থেকে রক্ত ক্ষরন হচ্ছিল। হরিনটি অনেকটা ফুলে গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জোয়ারের পানিতে হরিনটি ভেসে এসেছে।
পরে এটিকে মাটি চাঁপা দেয়া হয়। সুন্দরবনে ঘূর্নিঝড় রেমালের আঘাতে হরিনটি মারা যেতে পারে বলে স্থানীয়দের ধারনা। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ জানান, ঘূর্নিঝড় রেমালে পানি বৃদ্ধির কারনে হয়তো হরিনটি মারা গেছে।
এমন আরো অনেক মৃত হরিন সাগরে ভাসমান অবস্থায় জেলেরা দেখেছেন বলে তিনি শুনেছেন। এ্যানিমেল লাভার্স কলাপাড়া সংগঠনের সদস্য মো. বায়েজিদ মুন্সি জানান, ঘটনাটি শুনেছি, এ্যানিমেল লাভার্সের সদস্য এবং স্থানীয় বন-বিভাগের সহায়তায় হরিনটি মাটিচাঁপা দেয়া হয়েছে।