চলমান টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে না পেরে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়নের ভোট গ্রহণ বন্ধ রাখে নির্বাচন কমিশন।
সেন্টমার্টিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৩ জন।
এদিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ১৬ হাজার ৮৬৪ ভোটে এগিয়ে রয়েছেন।
টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে জাফর আহম্মদ ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থী নুরুল আলম ভোট পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট।
উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার জাফর আহম্মদকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কক্সবাজারের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।






















