দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ইজিবাইক-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একরামুল (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মকবুল আলম ও কপিল গাসী নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২ বিদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কে ১নং চেহেলগাজী ইউনিয়নের পল্লীবিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দুপুর দেড়টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে হাবিপ্রবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর আশ্বাসে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
দুর্ঘটনায় নিহত ইজিবাইক একরামুল শহরের গোবরাপাড়া এলাকার বাসিন্দা।
আর আহত দুই শিক্ষার্থীর বাসা নেপালে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২১ ব্যাচের কপিল গাসী ও মকবুল আলম ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি ইজিবাইকে করে দিনাজপুর শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন শিক্ষীর্থী মকবুল ও কপিল। পথিমধ্যে পল¬ী বিদ্যুৎ সমিতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আেসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এতে ঘটনাস্থলে চালক একরামুলের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই শিক্ষার্থীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



















