জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র দু-পক্ষের সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে ক্লাস বর্জন করে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২-টা পর্যন্ত মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও ছাত্র ছাত্রীদের ব্যানারে শিক্ষার্থীরা বিচারের দাবিতে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে এ অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ করে।
প্রায় দুই-ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে তিন কিলোমিটার জায়গা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচার পাইয়া দেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় বনাম সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল স্কুল এর খেলার শেষ সময়ে দু-পক্ষের খেলোয়াড় ও সর্মথকের মাঝে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সাধুপুর হুমায়ুন কবির স্কুলের পক্ষ নিয়ে উমির উদ্দিন স্কুলের কয়েকজন মিলে আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় সর্মথকদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রমজান (১৫) গুরতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জাকিরুল ইসলাম (১৪) সহ বাকি আহত শিক্ষার্থীরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, সকলের উপস্থিতিতে শিক্ষার্থীদের অবরোধ থেকে সরিয়ে ক্লাসে ফিরেয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের সঙ্গে বসে সুষ্ঠু বিচারের আওতায় আনা হবে।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছি। তাদের আশ্বস্ত করেছি যে দ্রুত সময়ের মধ্যে এর একটি সুস্থ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।



















