রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য দুই মাসের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো জরিমানা ছাড়াই এই সময়ের মধ্যে নিজেদের ভিসা নিয়মিত করতে পারবেন— অথবা আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ‘গ্রেস পিরিয়ড’ শুরু হবে। যা পরবর্তী দুই মাস পর্যন্ত থাকবে।
এ ব্যাপারে দেশটির ‘পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষ’ (আইসিপি) এক বিবৃতিতে বলেছে, আইন অনুযায়ী রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহানুভূতি এবং সহনশীলতার উপর যে আমিরাত নির্মিত এটি তারই প্রতিচ্ছবি। কীভাবে প্রক্রিয়া কাজ করবে সেটি পরবর্তীতে জানানো হবেল জানিয়েছে আইসিপি।
রেসিডেন্স ভিসা আইন
আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ বিভিন্ন রকম হয়। একটি স্পন্সর ভিসার মেয়াদ ১,২ থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে। অপরদিকে স্ব-স্পন্সর ভিসার মেয়াদ হতে পারে ৫ থেকে ১০ বছর।


























