০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তালিকা

পুরো নাটকীয় রাজনৈতিক ঘটনাবহুল দিন ছিল সোমবার ৫ আগস্ট। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লং মার্চ আয়োজন, কারফিউ, সাধারণ ছুটি সবকিছু একসঙ্গে চলছিল। বেলা ১১টায় ঠিক ইন্টারন্টে সংযোগ বন্ধ হয়ে যায়। এরপরই বদলে যায় দেশের রাজনৈতিক পটভূমি। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর বিকাল চারটায় সেনা প্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি ভাষণে দেশবাসীকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি জানান, দেশে কোনো কারফিউ থাকবে না। একইসঙ্গে তিনি সকলে সঙ্গে আলাপ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান। এরপর সেনাপ্রধান আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরপর ফেসবুকজুড়ে একটি তালিকা দেখা যায়। যাদের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তালিকাটি ফেসবুকজুড়ে দেখা যায়। এতে যাদের নাম এসেছে তারা হলেন- সলিমুল্লাহ খান, ড. আসিফ নজরুল, বিচারপতি (অব.) মো. আব্দুল ওয়াহাব খান, জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া, মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. হোসেন জিল্লুর রহমান, বিচারপতি (অব.) এম এ মতিন। এর আগে দৈনিক সবুজ বাংলার হাতে আসে ১৮ জনের একটি তালিকা যেটি আমরা গত সোমবার প্রকাশ করেছি। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে। তারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছে। শেখ হাসিনাকে তারা বিচারের আওতায় আনবে। যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ছাত্র নাগরিকের প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকারকে সমর্থন করবে না।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তালিকা

আপডেট সময় : ১২:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

পুরো নাটকীয় রাজনৈতিক ঘটনাবহুল দিন ছিল সোমবার ৫ আগস্ট। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লং মার্চ আয়োজন, কারফিউ, সাধারণ ছুটি সবকিছু একসঙ্গে চলছিল। বেলা ১১টায় ঠিক ইন্টারন্টে সংযোগ বন্ধ হয়ে যায়। এরপরই বদলে যায় দেশের রাজনৈতিক পটভূমি। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর বিকাল চারটায় সেনা প্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি ভাষণে দেশবাসীকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি জানান, দেশে কোনো কারফিউ থাকবে না। একইসঙ্গে তিনি সকলে সঙ্গে আলাপ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান। এরপর সেনাপ্রধান আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরপর ফেসবুকজুড়ে একটি তালিকা দেখা যায়। যাদের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তালিকাটি ফেসবুকজুড়ে দেখা যায়। এতে যাদের নাম এসেছে তারা হলেন- সলিমুল্লাহ খান, ড. আসিফ নজরুল, বিচারপতি (অব.) মো. আব্দুল ওয়াহাব খান, জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া, মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. হোসেন জিল্লুর রহমান, বিচারপতি (অব.) এম এ মতিন। এর আগে দৈনিক সবুজ বাংলার হাতে আসে ১৮ জনের একটি তালিকা যেটি আমরা গত সোমবার প্রকাশ করেছি। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে। তারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছে। শেখ হাসিনাকে তারা বিচারের আওতায় আনবে। যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ছাত্র নাগরিকের প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকারকে সমর্থন করবে না।