ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩০’তম প্রক্টর হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
শনিবার (০৫ অক্টোবর) দুপুরে অনুষদ ভবনের প্রক্টরের কার্যালয়ে দায়িত্বগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর ও নবনিযুক্ত পরিবহন প্রশাসক, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট’সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক পরিষদের সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন ড. শাহীন।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের বহিরাগতমুক্ত, বৈষম্যহীন, মাদকমুক্ত সুশৃঙ্খল একটি ক্যাম্পাস উপহার দিতে চাই’।
উল্লেখ্য, গত ০২ অক্টোবর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে উপাচার্য অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগদান তথ্য জানানো হয়। এর-আগে গত ১৭ই আগষ্ট ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।


























