যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের তিনদিন ব্যাপী ক্রীড়া সপ্তাহ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোঃ আল ইমরান।
ব্যতিক্রমী এ ক্রীড়া সপ্তাহে দলীয় খেলা হিসেবে ছিল ক্রিকেট ও ফুটবল। একক খেলা হিসেবে ছিল ব্যাডমিন্টন, দাবা, চেয়ার সিটিং, বালিশ পাসিং, বল নিক্ষেপ। বিএমই বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা ক্রীড়া সপ্তাহের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
দলীয় খেলাগুলোর মধ্যে ক্রিকেট খেলায় ড. হাসান মোঃ আল ইমরানের দল এবং ফুটবলে চতুর্থ বর্ষ বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোঃ আল ইমরান সহ অন্যান্য শিক্ষকরা।
এ সময় বিএমই বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোঃ আল ইমরান বলেন, ক্রীড়া সপ্তাহ সফলভাবে শেষ করতে পেরে আমি অনেক আনন্দিত। আগামীতে আমরা বিএমই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণসহ ক্রীড়া সপ্তাহ সাত দিন ব্যাপী আয়োজন করতে পারবো এমনটাই আশা করছি।


























