১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব এলাকা

#সাড়ে তিনঘণ্টার সংঘর্ষে আহত পথচারীসহ ৩৬
#পরিস্থিতি নিয়ন্ত্রণে শেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ
# মিরপুর রোডে দিনভর তীব্র যানজট, জনদুর্ভোগ
# দুই কলেজের সামনে সেনা-পুলিশ মোতায়েন
# সিটি কলেজ অন্যত্র সরানোর দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের

বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শিক্ষার্থী-পথচারীসহ আহত হয়েছেন ৩৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এসময় শিক্ষার্থীদের নিবৃত করতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এঘটনার রেশ পড়ে রাজধানীর সড়কগুলোতেও। মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটে ভোগান্তীতে পড়েন নগরবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সিটি কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে সিটি কলেজ এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজে আক্রমণ করে একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন। দুপুরের পর ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কলেজের শিক্ষার্থীরা ওই বাসে হামলা ও ভাঙচুর চালান। এ খবর ঢাকা কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে সিটি কলেজে যান। এরপরে সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যায়। এসময় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপর পক্ষকে ধাওয়া দিচ্ছেন, ইটপাটকেল ছুড়ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। ঢাকা কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিকাল ৫টার পর শিক্ষার্থীদের হটাতে সমর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে অবস্থান নেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেন। এরপর মিরপুর রোডের যান চলাচল স্বাভাবিক হয় ধীরে ধীরে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক থেকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে বিকাল সাড়ে ৫টায় সেনাবাহিনীর নিরাপত্তায় সিটি কলেজের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি রাখা হয়।

 

 

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব এলাকা

আপডেট সময় : ০৭:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

#সাড়ে তিনঘণ্টার সংঘর্ষে আহত পথচারীসহ ৩৬
#পরিস্থিতি নিয়ন্ত্রণে শেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ
# মিরপুর রোডে দিনভর তীব্র যানজট, জনদুর্ভোগ
# দুই কলেজের সামনে সেনা-পুলিশ মোতায়েন
# সিটি কলেজ অন্যত্র সরানোর দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের

বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শিক্ষার্থী-পথচারীসহ আহত হয়েছেন ৩৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এসময় শিক্ষার্থীদের নিবৃত করতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এঘটনার রেশ পড়ে রাজধানীর সড়কগুলোতেও। মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটে ভোগান্তীতে পড়েন নগরবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সিটি কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে সিটি কলেজ এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজে আক্রমণ করে একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন। দুপুরের পর ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কলেজের শিক্ষার্থীরা ওই বাসে হামলা ও ভাঙচুর চালান। এ খবর ঢাকা কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে সিটি কলেজে যান। এরপরে সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যায়। এসময় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপর পক্ষকে ধাওয়া দিচ্ছেন, ইটপাটকেল ছুড়ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। ঢাকা কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিকাল ৫টার পর শিক্ষার্থীদের হটাতে সমর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে অবস্থান নেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেন। এরপর মিরপুর রোডের যান চলাচল স্বাভাবিক হয় ধীরে ধীরে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক থেকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে বিকাল সাড়ে ৫টায় সেনাবাহিনীর নিরাপত্তায় সিটি কলেজের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি রাখা হয়।