ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২৫০০ চাকরির সুযোগসহ অনুষ্ঠিত হতে যাচ্ছে জব উৎসব-২০২৪। সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২৯ এবং ৩০নভেম্বর-২০২৪ দুইদিনব্যাপী জব উৎসব-২০২৪ অনুষ্ঠিত হবে। এই আকর্ষনীয় জব উৎসবে অংশ নিবে দেশের শীর্ষ ১৩০টি কোম্পানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসহ মোট ৬০০ এর অধিক ইন্ডাস্ট্রি। যেখানে প্রায় ২৫’শ চাকরীর সুযোগ থাকবে বলে আশা করা যাচ্ছে।
জব উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো: সবুর খান এবং শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা) ড.মো: আয়াতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাইক্রোসফটের ব্যবস্থাপণা পরিচালক (বাংলাদেশ, ভুটান,নেপাল) ইউসুফ ফারুক।
এই জব উৎসবের লক্ষ্য হল প্রতিভাবান চাকরীপ্রার্থী এবং শীর্ষ নিয়োগকর্তাদের মধ্যে দূরত্ব দূর করে এমন একটি প্লাটফর্ম তৈরী করা যেখানে শিক্ষার্থী এবং তরুণরা তাদের ক্যারিয়ারকে সহজে খুজে নিতে পারবে। জব উৎসব-২০২৪ এ অংশগ্রহণকারীদের ক্ষমতায়ন এবং তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিভিন্ন সমৃদ্ধিমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি অভিজ্ঞদের কাছ থেকে লিডার টক সেশনে অন্তর্দৃষ্টি, উদীয়মান দক্ষতা ও শিল্পের প্রবণতাকে কেন্দ্র করে তিনটি বিশেষ মাস্টারক্লাস সেশন। একটি গ্রুমিং সেশন যা ক্যারিয়ার নির্দেশনার মাধ্যমে কাজের প্রস্তুতি সম্পর্কিত ব্যক্তিগত পরামর্শ প্রদান করবে। একটি সারসংকলন ড্রপ সুযোগ যা সরাসরি নিয়োগকর্তাদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ দিবে এবং দ্রুত নিয়োগের জন্য তাৎক্ষণিক ইন্টারভিউ।
কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদার সাথে সঙ্গতি রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জব উৎসবের আয়োজন করে। এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজনের মাধ্যমে, ডিআইইউ-এর লক্ষ্য হল আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে পরবর্তী প্রজন্মের পেশাদারদের উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সংযোগ প্রদান করে তাদের প্রতিষ্ঠিত করা।


























