০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ট্রাকের চাকায় পিষ্টে ভ্যানচালকসহ নিহত ২

যশোরের মণিরামপুরে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মনিরামপুরের ফেদায়পুর গ্রামের বাসিন্দা ভ্যান চালক মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম ওরফে রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)। এ ঘটনায় আহত মা ও মেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক দুপুরে  বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যানকে পিষ্ট করে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক মোসলেম হোসেন (৫৫) মারা যান। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রুপাকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।   নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী মেয়ে  যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন,বর্তমানে মা ও মেয়ে আশঙ্কামুক্ত।
মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাফায়াত হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। পরে হতাহতদের উদ্ধার হয়।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভ্যান জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
জনপ্রিয় সংবাদ

যশোরে ট্রাকের চাকায় পিষ্টে ভ্যানচালকসহ নিহত ২

আপডেট সময় : ০৭:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
যশোরের মণিরামপুরে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মনিরামপুরের ফেদায়পুর গ্রামের বাসিন্দা ভ্যান চালক মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম ওরফে রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)। এ ঘটনায় আহত মা ও মেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক দুপুরে  বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যানকে পিষ্ট করে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক মোসলেম হোসেন (৫৫) মারা যান। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রুপাকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।   নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী মেয়ে  যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন,বর্তমানে মা ও মেয়ে আশঙ্কামুক্ত।
মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাফায়াত হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। পরে হতাহতদের উদ্ধার হয়।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভ্যান জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।