০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জবিতে প্রথম অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে প্রথম অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হলের তার্কিক পরিষদের আয়োজনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী স্মারক বিতর্ক উৎসবের আওতায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিতার্কিকরা তাদের জীবনে স্মার্ট ও প্রজ্ঞাবান হয়ে থাকে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা শানিত করতে পারে। জবির একমাত্র ছাত্রী হলের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন সচেষ্ট রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যুক্তি ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে পারে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি জীবনের চলার পথকে সহজতর করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ছাত্রী হল তার্কিক পরিষদের সভাপতি শারমিন সুলতানা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক নাঈমা আক্তার রিতা। অনুষ্ঠানটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলে বিতর্ক সংস্কৃতি চর্চার নতুন দিগন্ত উন্মোচন করে।
উল্লেখ্য, এবারের বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল পর্বে ‘সংসদ বিশ্বাস করে দাতা গোষ্ঠির বৈদেশিক সাহায্যের শর্ত হিসেবে বিশ্বব্যাপী সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক লিঙ্গসমতা নিশ্চিত করা উচিত’ বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। ফাইনালে এম কিউব স্কয়াড দল পক্ষের বক্তব্য উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অন্যদিকে বিপক্ষের দল ডিএইচপি লিগ্যাসি বেয়ারার পরাজিত হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে শেখ তসলিমা জাহান মুন এবং ফাইনাল পর্বের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মারজানা আক্তার ইলমা পুরস্কৃত হন।
জনপ্রিয় সংবাদ

জবিতে প্রথম অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

আপডেট সময় : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে প্রথম অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হলের তার্কিক পরিষদের আয়োজনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী স্মারক বিতর্ক উৎসবের আওতায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিতার্কিকরা তাদের জীবনে স্মার্ট ও প্রজ্ঞাবান হয়ে থাকে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা শানিত করতে পারে। জবির একমাত্র ছাত্রী হলের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন সচেষ্ট রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যুক্তি ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে পারে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি জীবনের চলার পথকে সহজতর করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ছাত্রী হল তার্কিক পরিষদের সভাপতি শারমিন সুলতানা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক নাঈমা আক্তার রিতা। অনুষ্ঠানটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলে বিতর্ক সংস্কৃতি চর্চার নতুন দিগন্ত উন্মোচন করে।
উল্লেখ্য, এবারের বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল পর্বে ‘সংসদ বিশ্বাস করে দাতা গোষ্ঠির বৈদেশিক সাহায্যের শর্ত হিসেবে বিশ্বব্যাপী সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক লিঙ্গসমতা নিশ্চিত করা উচিত’ বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। ফাইনালে এম কিউব স্কয়াড দল পক্ষের বক্তব্য উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অন্যদিকে বিপক্ষের দল ডিএইচপি লিগ্যাসি বেয়ারার পরাজিত হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে শেখ তসলিমা জাহান মুন এবং ফাইনাল পর্বের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মারজানা আক্তার ইলমা পুরস্কৃত হন।