বাংলাদেশ সাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী বাছাইকৃত কোচ ও রেফারিদের অংশগ্রহণে নারায়ণগঞ্জের বাংলাদেশ সেলফ ডিফেন্স কারাতে একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের কোচ ও রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং সাম্বো ও কুরাশ খেলাধুলার প্রচার ও প্রসার ঘটানো। সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আর. এম. ফয়জুর রহমান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাক আহমেদ ও যুগ্ম সম্পাদক এ কে এম কামরুজ্জান। এই আয়োজনের মাধ্যমে অ্যাসোসিয়েশন তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যে, সাম্বো ও কুরাশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে তারা নিরলসভাবে কাজ করে যাবে। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণ সেমিনার পরিচালনা করেন জাতীয় সাম্বো এবং কুরাশ প্রশিক্ষক ও আন্তর্জাতিক রেফারি আশরাফুল ইসলাম ও মোঃ মাহামুদুল কবির।
শিরোনাম
সাম্বো-কুরাশ প্রশিক্ষক ও রেফারি সেমিনার
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 248
জনপ্রিয় সংবাদ


























