মঞ্চ মাতাতে ঢাকায় আসেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। কিন্তু শেষে এসে ঢাকার মঞ্চ আর মাতানো হলো না এই শিল্পীর। কারণ, সেই কনসার্টটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঘটনাটি নিয়ে শ্রোতা থেকে শুরু করে শিল্পীমহলে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
কনসার্ট শুরু হওয়ার তখনও ঘণ্টা খানিক সময় বাকি। ‘রিস্তা পুরানা’ খ্যাত সেই গায়ক মুস্তাফা জাহিদকে শোনার অপেক্ষায় শ্রোতারা। এমন সময় আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দশানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে। শুধু তাই নয়, বিষয়টি জানার পর রীতিমতো আশাহত হন সকলের মধ্যমণি গায়ক মুস্তাফা জাহিদ।
অনেকেই বলছেন, বিদেশি শিল্পী এনে আয়োজকরা যে লজ্জাজনক পরিস্থিতি তৈরী করলেন, এটা দেশের কনসার্ট আয়োজকদের জন্য মোটেও ভালো নজির নয়। পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদও ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় দেওয়া সেই বিবৃতিতে মুস্তাফা লিখেন, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই দুঃসংবাদটা আপনাদের জানাতে… আয়োজকদের পক্ষ থেকে সদ্য জানানো হয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে আজ রাতের ঢাকা শো বাতিল করা হয়েছে।’


























