বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। ধৃত শিক্ষার্থীর নাম আবদুস সোবহান। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে বেরোবি ক্যাম্পাসের একাডেমিক ভবন-২–তে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার বিরুদ্ধে সন্দেহ দেখা দেয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত এক শিক্ষক তার প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় বিষয়টি প্রক্টরিয়াল টিমকে জানান। পরে তারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
জিজ্ঞাসাবাদে আবদুস সোবহান জানান, তিনি একজন নবম শ্রেণির শিক্ষার্থী। দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজের এইচএসসি পাস শিক্ষার্থী আজমাঈন ফায়িকের পরিবর্তে তিনি পরীক্ষায় অংশ নিতে এসেছেন। তাকে একটি পক্ষ টাকা দিয়ে পরীক্ষা দিতে নিয়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “প্রক্সি দিতে আসা একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে।”
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ স্বপন বলেন, “আটক ছাত্রকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা যদি মামলা করে, তবে তাকে থানায় পাঠানো হবে।”
এ বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, “ঘটনার বিষয়ে এখনো কিছু জানি না।”
উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষায় সারাদেশে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে রংপুর অঞ্চলের ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ২৫ হাজার ৬৪৬ জন, যার মধ্যে বেরোবি কেন্দ্রে অংশ নেন ৩২৬৩ জন শিক্ষার্থী।

























