০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফারুকের বিদায়ের পর যা বললেন হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ হাথুরু। ছবি: সংগৃহীত

আবারও পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় ৮ বিসিবি পরিচালক। চিঠিতে একটি কারণ উল্লেখ করা হয়, কারো সঙ্গে আলোচনা না করে চন্ডিকা হাথুরুসিংহেকে চাকরিচ্যুত করেন ফারুক। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ হাথুরু।

সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে হাথুরু লেখেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’
তিনি আরও লেখেন, ‘ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’
২০২৩ বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়। হাথুরুকে চাকরিচ্যুত করতে ২০২৩ বিশ্বকাপের তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন সদ্য সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন হাথুরু। এমনকি বাংলাদেশের চাকরি ছেড়ে যাওয়া সহকারি কোচ নিক পোথাস পরে এক গণমাধ্যমে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

আত্মীয়দের কাছে অভিভাবক, জনতার কাছে আপসহীন নেত্রী খালেদা জিয়া

ফারুকের বিদায়ের পর যা বললেন হাথুরুসিংহে

আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

আবারও পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় ৮ বিসিবি পরিচালক। চিঠিতে একটি কারণ উল্লেখ করা হয়, কারো সঙ্গে আলোচনা না করে চন্ডিকা হাথুরুসিংহেকে চাকরিচ্যুত করেন ফারুক। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ হাথুরু।

সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে হাথুরু লেখেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’
তিনি আরও লেখেন, ‘ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’
২০২৩ বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়। হাথুরুকে চাকরিচ্যুত করতে ২০২৩ বিশ্বকাপের তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন সদ্য সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন হাথুরু। এমনকি বাংলাদেশের চাকরি ছেড়ে যাওয়া সহকারি কোচ নিক পোথাস পরে এক গণমাধ্যমে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি।
এমআর/সব