আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অবস্থানরত প্রায় ৭০০ মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (৪ জুন) রাতে শাখা ছাত্রশিবিরের ফেসবুকে পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে ইদের দ্বিতীয় দিন রোববার দুপুরে ২টায় মুসলিম পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য যথাক্রমে সোহরাওয়ার্দী হল ও শামসুন্নাহার হল এবং অমুসলিম পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল ও বেগম ফয়জুন্নেছা হলে মধ্যাহ্নভোজের ভোজের আয়োজন করা হবে। মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু আর অমুসলিম শিক্ষার্থীদের জন্য খাসির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
মধ্যাহ্নভোজ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা সবুজ বাংলাকে বলেন, প্রতিবছর আমরা সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করে থাকি। ইদ মানে হচ্ছে আনন্দ। মুসলিম দেশ হিসেবে ইদ আমাদের জাতীয় উৎসব। এই উৎসবের দিন যারা পরীক্ষা ও অন্যান্য বাস্তবতার কারণে পরিবার থেকে দূরে রয়েছেন, তাদের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করতে আমরা এই মধ্যাহ্নভোজের আয়োজন করেছি।
কতজন শিক্ষার্থীর জন্য আয়োজন করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের হল ও কটেজে প্রায় ৬৫০ থেকে ৭০০ শিক্ষার্থী অবস্থান করছেন। এরমধ্যে অমুসলিম শিক্ষার্থী রয়েছেন প্রায় ২৫০৷ আমরা সকলের জন্যই আয়োজন করছি।


























