নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম। শুক্রবার (২০ জুন) ঢাকায় ফিরে আসার পরই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ জুন) ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘তিনি (আসাদ আলম সিয়াম) শুক্রবার ঢাকায় ফেরত আসবেন এবং এর পরপরই দায়িত্ব গ্রহণ করবেন।’
এর আগে বুধবার (১৮ জুন) সচিব হিসেবে তার পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
১৫ ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম বিসিএস পরিক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৯৫ সালের নভেম্বরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তার প্রথম পোস্টিং ছিল জাকার্তা এবং এরপর ব্যংককে। সেখানকার দায়িত্ব পালন শেষে পরিচালক হিসেবে ঢাকা ফেরত আসার পর প্রথমে তৎকালীন পররাষ্ট্র সচিব (বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা) মো. তৌহিদ হোসেনের দফতরে পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর দফতরে পরিচালক পদে কাজ করেন।
ঢাকায় পোস্টিং শেষ করে তিনি ম্যানচেস্টারে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার হিসেবে যোগ দেন। পরের দায়িত্ব ছিল মিলানে বাংলাদেশ মিশন খোলার এবং সেটি তিনি সুচারুভাবে সম্পন্ন করেন।
দ্বিতীয় ধাপে ঢাকায় ফেরত আসার পর প্রথমে ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক এবং এরপর চিফ অব প্রটোকলের গুরু দায়িত্ব পালন করেন। প্রথম রাষ্ট্রদূত হিসেবে অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন ফিলিপাইনে। অন্য রাষ্ট্রদূতদের চেয়ে কিছুটা ব্যতিক্রম কাজ করার পর ২০২১ সালে ঢাকায় ফিরিয়ে আনা হয় আসাদ আলম সিয়ামকে।
ঢাকায় আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ইন্সপেক্টর জেনারেল অব মিশনের (আইজিএম) এ দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০২৩ সালে অস্ট্রিয়াতে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।
এমআর/সব
শিরোনাম
নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
-
সবুজ বাংলা অনলাইন রিপোর্ট - আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 105
জনপ্রিয় সংবাদ

























