০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক গোলেই যেসব মাইলফলক ও রেকর্ড মেসির

কোথায় দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ও ৮৬টি ট্রফি জেতা ১৩১ বছরের পুরনো-শক্তিশালী পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো, আর কোথায় মাত্র ২টি ট্রফি জেতা মাত্র ৭ বছরের নতুন-দুর্বল আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি!
ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ম্যাচে স্বাভাবিকভাবেই তো পোর্তোর কাছে মায়ামির গো-হারার কথা, তাই না? শুক্রবার অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়েও ছিল তারা।
কিন্তু বিস্ময়করভাবে তা হয়নি।
কেন?
কারণ মায়ামির যে আছেন সর্বকালের সেরা ফুটবলার, আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি! ম্যাচে তিনি খেললেন, গোল করলেন এবং দলকে বাঁচালেন-জেতালেন ২-১ গোলে। অন্য গ্রহের ফুটবলার বলে কথা!

দলকে শুধু জিতিয়েই ক্ষান্ত হননি, সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে ম্যাচসেরাও হয়েছেন মেসি

ম্যাচে এক জাদুকরি ফ্রি কিক গোলের মাধ্যমে বেশ কিছু মাইলফলক ও রেকর্ড গড়েছেন মেসি। সেগুলো একে একে খতিয়ে দেখা যাক।
* এই ম্যাচে মেসি ৬৮তম ফ্রিকিক গোল করলেন। যা ব্রাজিলের জুনিনহো (৭৭) ও পেলের (৭০) পর তৃতীয় সর্বোচ্চ। তবে বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসিই আছেন শীর্ষে।
* মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০তম গোল করলেন, অনেকদিন ধরেই মায়ামির ইতিহাসের টপ গোল স্কোরার। মাত্র ৬১ ম্যাচ খেলে তিনি এই মাইলফলকে পৌছালেন।
* ৩৯৬তম বারের মতো ম্যাচসেরা হয়েছেন (জাতীয় দল+ ক্লাব দলে মিলিয়ে), যা বহুদিন ধরেই বিশ্বরেকর্ড।
* মেসির কল্যাণেই এই প্রথম ইউরোপীয় কোন ক্লাবকে হারালো ইন্টার মায়ামি।
* মেসির কল্যাণেই এই প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপের কোন দলকে হারালো কনকাকাফ অঞ্চলের কোন ক্লাব।
* ফিফা আয়োজিত সব ধরনের প্রতিযোগিতায় এটি মেসির ২৫তম গোল, যা অনেকদিন ধরেই সবার চেয়ে বেশি। তবে নারী-পুরুষ মিলিয়ে এতদিন তিনি সেই রেকর্ড ভাগাভাগি করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি নারী ফুটবলার মার্তার (২৪) সঙ্গে। পুরুষদের মধ্যে ১৯ গোল করে দুইয়ে আছেন রোনালদিনহো।
* বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ১২৫০ গোলে সহায়তা করা। আর এই সংখ্যাটা অনুমেয়ভাবেই বিশ্বরেকর্ড।
* ইউরোপীয় ক্লাবগুলোর বিপক্ষে ১০০১ গোলে সহায়তা করা।
আরকে/সব

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

এক গোলেই যেসব মাইলফলক ও রেকর্ড মেসির

আপডেট সময় : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

কোথায় দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ও ৮৬টি ট্রফি জেতা ১৩১ বছরের পুরনো-শক্তিশালী পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো, আর কোথায় মাত্র ২টি ট্রফি জেতা মাত্র ৭ বছরের নতুন-দুর্বল আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি!
ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ম্যাচে স্বাভাবিকভাবেই তো পোর্তোর কাছে মায়ামির গো-হারার কথা, তাই না? শুক্রবার অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়েও ছিল তারা।
কিন্তু বিস্ময়করভাবে তা হয়নি।
কেন?
কারণ মায়ামির যে আছেন সর্বকালের সেরা ফুটবলার, আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি! ম্যাচে তিনি খেললেন, গোল করলেন এবং দলকে বাঁচালেন-জেতালেন ২-১ গোলে। অন্য গ্রহের ফুটবলার বলে কথা!

দলকে শুধু জিতিয়েই ক্ষান্ত হননি, সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে ম্যাচসেরাও হয়েছেন মেসি

ম্যাচে এক জাদুকরি ফ্রি কিক গোলের মাধ্যমে বেশ কিছু মাইলফলক ও রেকর্ড গড়েছেন মেসি। সেগুলো একে একে খতিয়ে দেখা যাক।
* এই ম্যাচে মেসি ৬৮তম ফ্রিকিক গোল করলেন। যা ব্রাজিলের জুনিনহো (৭৭) ও পেলের (৭০) পর তৃতীয় সর্বোচ্চ। তবে বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসিই আছেন শীর্ষে।
* মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০তম গোল করলেন, অনেকদিন ধরেই মায়ামির ইতিহাসের টপ গোল স্কোরার। মাত্র ৬১ ম্যাচ খেলে তিনি এই মাইলফলকে পৌছালেন।
* ৩৯৬তম বারের মতো ম্যাচসেরা হয়েছেন (জাতীয় দল+ ক্লাব দলে মিলিয়ে), যা বহুদিন ধরেই বিশ্বরেকর্ড।
* মেসির কল্যাণেই এই প্রথম ইউরোপীয় কোন ক্লাবকে হারালো ইন্টার মায়ামি।
* মেসির কল্যাণেই এই প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপের কোন দলকে হারালো কনকাকাফ অঞ্চলের কোন ক্লাব।
* ফিফা আয়োজিত সব ধরনের প্রতিযোগিতায় এটি মেসির ২৫তম গোল, যা অনেকদিন ধরেই সবার চেয়ে বেশি। তবে নারী-পুরুষ মিলিয়ে এতদিন তিনি সেই রেকর্ড ভাগাভাগি করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি নারী ফুটবলার মার্তার (২৪) সঙ্গে। পুরুষদের মধ্যে ১৯ গোল করে দুইয়ে আছেন রোনালদিনহো।
* বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ১২৫০ গোলে সহায়তা করা। আর এই সংখ্যাটা অনুমেয়ভাবেই বিশ্বরেকর্ড।
* ইউরোপীয় ক্লাবগুলোর বিপক্ষে ১০০১ গোলে সহায়তা করা।
আরকে/সব