নরসিংদী প্রতিনিধি
“এক ডোজ এইচপিভি টিকা নিন,জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কার্যক্রম বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে এ সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী,রিসোর্স পার্সন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মো: আমিরুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমূখ।
আগামী ৪ অক্টোবর থেকে ১৮ দিন কর্ম দিবসের মধ্যে পলাশ উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১১ হাজার কিশোরীদের এ টিকা দেয়া হবে।


























