দুর্নীতির মামলায় আসামি সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইমরান আহমেদ সিলেট-৪ আসনের নবম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯০ লাখ ৬৭ হাজার ৪৮৫ টাকা সম্পদ অর্জনসহ নিজ নামীয় ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪১লাখ ৩ হাজার ৪৮৪ টাকা সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ “দুর্নীতি ও ঘুষ” সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) এবং ১৯৮৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধে মামলাটি দায়ের করা হয়।
তদন্তকালে এজাহার নামীয় আসামি ইমরান আহমেদ অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ আবশ্যক।
এমআর/সবা
শিরোনাম
সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
-
সবুজ বাংলা অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৭:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- ।
- 92
জনপ্রিয় সংবাদ


























