০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হলান্ড যেখানে টপকে গেলেন মেসি-রোনাল্ডোকে

নরওয়ের ফুটবল তারকা আরলিং হলান্ড ৩০০তম গোলের মাইলফলকে পেছনে ফেললেন মেসি-রোনাল্ডোকে। ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচে বদলি নেমে একবার বল জালে জড়ান ম্যানসিটির হলান্ড।

ক্লাব ও দেশ মিলিয়ে ২৪ বছর বয়সী তারকার এটা ৩০০তম গোল। তিনি ৩০০-র মাইলফলকে পা রেখেছেন মাত্র ৩৭০ ম্যাচে।
লিওনেল মেসি ৩০০তম গোল করেছিলেন ৪১৮ ম্যাচে আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লেগেছিল ৫৫৪ ম্যাচ। রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে ৩০০তম গোল করেছিলেন ৪০৯ ম্যাচ খেলে।

৩০০ গোলের মধ্যে হলান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ১৪৫ ম্যাচেই বল জালে জড়িয়েছেন ১২৪বার। অপর গোলগুলো করেছেন মলদো, সালজবুর্গ, ডর্টমুন্ড ও নরওয়ের হয়ে।

ম্যাচের পাশাপাশি বয়সের দিক দিয়েও মেসি-রোনালদোর চেয়ে কম সময়ে ৩০০ গোল করেছেন হলান্ড। মেসি ৩০০ গোল করেছিলেন ২৫ বছর ৪ মাস, রোনালদো ২৭ বছর ৩ মাস আর হলান্ড করলেন ২৪ বছর ১১ মাসে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

হলান্ড যেখানে টপকে গেলেন মেসি-রোনাল্ডোকে

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

নরওয়ের ফুটবল তারকা আরলিং হলান্ড ৩০০তম গোলের মাইলফলকে পেছনে ফেললেন মেসি-রোনাল্ডোকে। ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচে বদলি নেমে একবার বল জালে জড়ান ম্যানসিটির হলান্ড।

ক্লাব ও দেশ মিলিয়ে ২৪ বছর বয়সী তারকার এটা ৩০০তম গোল। তিনি ৩০০-র মাইলফলকে পা রেখেছেন মাত্র ৩৭০ ম্যাচে।
লিওনেল মেসি ৩০০তম গোল করেছিলেন ৪১৮ ম্যাচে আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লেগেছিল ৫৫৪ ম্যাচ। রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে ৩০০তম গোল করেছিলেন ৪০৯ ম্যাচ খেলে।

৩০০ গোলের মধ্যে হলান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ১৪৫ ম্যাচেই বল জালে জড়িয়েছেন ১২৪বার। অপর গোলগুলো করেছেন মলদো, সালজবুর্গ, ডর্টমুন্ড ও নরওয়ের হয়ে।

ম্যাচের পাশাপাশি বয়সের দিক দিয়েও মেসি-রোনালদোর চেয়ে কম সময়ে ৩০০ গোল করেছেন হলান্ড। মেসি ৩০০ গোল করেছিলেন ২৫ বছর ৪ মাস, রোনালদো ২৭ বছর ৩ মাস আর হলান্ড করলেন ২৪ বছর ১১ মাসে।

আরকে/সবা