১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে ইয়ামালের সেরা উপহার কোনটি?

বার্সেলোনার অন্যতম মর্যাদাপূর্ণ জার্সি নাম্বার ‘১০’—পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা ডিয়োগো ম্যারাডোনা, লিওনেল মেসির, ব্রাজিলের রোমারিও, রিভালদো এবং রোনালদিনহো-ও। মাঝে এই মর্যাদার প্রতীক স্প্যানিশ ‘বিস্ময় বালক’ আনসু ফাতির কাছে গেলেও ইনজুরিসহ নানা সমস্যার কারণে ক্লাবে সুবিধা করতে পারেননি তিনি।

ফ্রান্সের ক্লাব এএস মোনাকোতে ধারে চলে যাওয়ার কাছাকাছি আনসু ফাতি। স্প্যানিশ ও কাতালান গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার এই উইঙ্গারের লোন চুক্তিটি আজই সম্পন্ন হতে যাচ্ছে।

তবে আনসু ফাতির বিদায়ে ফাঁকা হতে যাওয়া আইকনিক ‘নাম্বার টেন’ জার্সিটি অবশ্য ফাঁকা থাকছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বার্সা কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঠিক করে ফেলেছে নতুন নম্বর দশ কে পরবেন—তিনি আর কেউ নন, মাত্র ১৭ বছর বয়সী ‘বিস্ময় বালক’ লামিন ইয়ামাল। যিনি এখন পড়ছেন ১৯ নম্বরের জার্সি।

এই নম্বর বদলের অর্থনৈতিক গুরুত্বও বিশাল। ইয়ামালের পেছনে লেখা ‘১০’ নম্বর জার্সির বিক্রি থেকে ভালো পরিমাণ রাজস্ব আসবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

আরকে/সবা

 

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে ইয়ামালের সেরা উপহার কোনটি?

আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

বার্সেলোনার অন্যতম মর্যাদাপূর্ণ জার্সি নাম্বার ‘১০’—পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা ডিয়োগো ম্যারাডোনা, লিওনেল মেসির, ব্রাজিলের রোমারিও, রিভালদো এবং রোনালদিনহো-ও। মাঝে এই মর্যাদার প্রতীক স্প্যানিশ ‘বিস্ময় বালক’ আনসু ফাতির কাছে গেলেও ইনজুরিসহ নানা সমস্যার কারণে ক্লাবে সুবিধা করতে পারেননি তিনি।

ফ্রান্সের ক্লাব এএস মোনাকোতে ধারে চলে যাওয়ার কাছাকাছি আনসু ফাতি। স্প্যানিশ ও কাতালান গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার এই উইঙ্গারের লোন চুক্তিটি আজই সম্পন্ন হতে যাচ্ছে।

তবে আনসু ফাতির বিদায়ে ফাঁকা হতে যাওয়া আইকনিক ‘নাম্বার টেন’ জার্সিটি অবশ্য ফাঁকা থাকছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বার্সা কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঠিক করে ফেলেছে নতুন নম্বর দশ কে পরবেন—তিনি আর কেউ নন, মাত্র ১৭ বছর বয়সী ‘বিস্ময় বালক’ লামিন ইয়ামাল। যিনি এখন পড়ছেন ১৯ নম্বরের জার্সি।

এই নম্বর বদলের অর্থনৈতিক গুরুত্বও বিশাল। ইয়ামালের পেছনে লেখা ‘১০’ নম্বর জার্সির বিক্রি থেকে ভালো পরিমাণ রাজস্ব আসবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

আরকে/সবা