‘পিএসজি দুই পা-ই দিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে’—দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া ঠিক আগে বললেন ডিএজেডএনের এক ধারাভাষ্যকার!
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তখন লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে পিএসজি। তবে গোলের ব্যবধানের চেয়ে প্রথমার্ধে মাঠের খেলায় মেসিদের চেয়ে দুস্তর ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কেন ব্যবধানটা আরও বড় করে প্রথমার্ধটা শেষ করতে পারেনি, প্রশ্ন করা যায় সেটি নিয়েই। আর মাঠে মেসিও ছিলেন বড্ড নিষ্প্রভ। তাঁকে এতটা অসহায় এর আগে কখনো লেগেছে কি না সন্দেহ! প্রথমার্ধে এমন বাজে খেলা মেসিরা দ্বিতীয়ার্ধে ৪ গোলের ব্যবধান ঘুচিয়ে ফেলবেন, এমনটা ভাবতেই পারেননি ধারাভাষ্যকার।

প্রথমার্ধের তুলনায় অবশ্য দ্বিতীয়ার্ধে ভালোই খেলেছে ইন্টার মায়ামি। স্কোরেও প্রমাণ আছে। মেসিরা যে আর গোল খাননি। বিদায় নিয়েছেন ৪-০ গোলে হেরেই।
পিএসজির জয়ে ২ গোল করেছেন জোয়াও নেভেস। একটি গোল আশরাফ হাকিমির। আরেকটি গোল ইন্টার মায়ামির তমাস আভিলেসের আত্মঘাতী।
এমআর/সবা


























