ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্স, ও ময়মনসিংহের ময়মনসিংহ ক্লাবে চলছে ‘এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা’। ঢাকায় রবিবারের খেলায় পুরুষ এককে মাহাদ বিন মালেক আনোয়ার হোসেনকে, রফিকুল ইসলাম জয় জায়েন ওমরকে, তানভির মুন তুষার রুস্তম আলীকে, নয়ন মো. ওহিদকে, সোহেল হোসেন আকাশ হোসেনকে, ফারুক হোসেন নাদিম মোল্লাকে, মিলন হোসেন বিদ্যুৎ রামকে, দ্বীন ইসলাম সোহেল রানাকে, তানভির মুন তুষার মো. সাকিবকে পরাজিত করে।
ময়মনসিংহে সিনিয়র ৩০+ গ্রুপে ময়মনসিংহের জাহিদ ও তাসিব জুটি ময়মনসিংহের আসাদ ও শিহাবকে, ময়মনসিংহের ওয়াহিদ ও মিজান জুটি নেত্রকোনার পাঠান ও মোজাম্মেল জুটিকে, ময়মনসিংহের জামি ও আকাশ নেত্রকোনার জয়নাল ও হাসান জুটিকে এবং নেত্রকোনার মুন্না ও অভীক জুটি মংমনমনর্সিহের ওয়াহিদ ও মিজানকে হারান।

























