স্বামী হয়ে শামি পড়েছেন বিপাকে। বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির কথা। ২০১৪ সালে প্রেম করে বিয়ে করেন এই তারকা পেসার। কিন্ত চার বছরের মাথায় স্ত্রী ও মডেল হাসিন জাহানের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরে। তারপর থেকেই দীর্ঘসময় ধরে তাদের বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলায় স্ত্রী হাসিন ও একমাত্র মেয়ে আয়রাকে ১.৩ লাখ রুপি করে মাসে ভরণপোষণের আদেশ দেন আলিপুর জেলা আদালত। সেটি মানতে না পেরে উচ্চ আদালতের দ্বারস্থ হন হাসিন, অবশেষে সেই রায় এসেছে।
কলকাতার উচ্চ আদালত শামিকে মাসে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ ৪ লাখ রুপি করে খরচ বহনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৭২ হাজার টাকারও বেশি। এর মধ্যে স্ত্রীকে দেড় লাখ এবং সন্তানের জন্য আরও আড়াই লাখ রুপি দিতে হবে। অর্থাৎ, জেলা আদালতের দেওয়া রায়ের চেয়ে আরও বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে শামিকে।
আরকে/সবা

























