০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ১ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস

 চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বেহুন্দি জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে প্রায় ১ লাখ টাকা মূল্যের জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযানের প্রক্রিয়া:
অভিযানের পর উপজেলা বিভিন্ন মাছঘাট—ডোমখালী, সাহেরখালী, বামন সুন্দর ও ষোলগেটে পরিদর্শন করা হয়। এ সময় জেলে, মাছ ব্যবসায়ী ও নৌযান মালিকদের অবৈধ বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জালের ক্ষতিকর দিক এবং ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’-এর প্রথম ধাপ ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে মোট চার ধাপে অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “সামুদ্রিক ও উপকূলীয় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

শু/সবা

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

মিরসরাইয়ে ১ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস

আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

 চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বেহুন্দি জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে প্রায় ১ লাখ টাকা মূল্যের জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযানের প্রক্রিয়া:
অভিযানের পর উপজেলা বিভিন্ন মাছঘাট—ডোমখালী, সাহেরখালী, বামন সুন্দর ও ষোলগেটে পরিদর্শন করা হয়। এ সময় জেলে, মাছ ব্যবসায়ী ও নৌযান মালিকদের অবৈধ বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জালের ক্ষতিকর দিক এবং ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’-এর প্রথম ধাপ ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে মোট চার ধাপে অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “সামুদ্রিক ও উপকূলীয় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

শু/সবা