০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রিয়াল মাদ্রিদ ১ : ০ জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড ২ : ১ মন্টেরেই

ক্লাব বিশ্বকাপে অপ্রতিরোধ্য মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট ম্যাচে জুভেন্টাসকে হারানোর ম্যাচে গোল করে উড়ছেন গনজালো গার্সিয়া। ছবি : সংগৃহীত

একজন ক্লাব কিংবদন্তি আরেকজনের সবে শুরু। তবু নতুন পেলে, নতুন ম্যারাডোনার মত রিয়ালে গনসালো গার্সিয়ার পরিচিতি এখন নতুন রাউল গঞ্জালেস। রিয়ালের ইতিহাসের অন্যতম সফল তারকা রাউলের সঙ্গে অনেকে মিল খুঁজে পাচ্ছেন ২১ বছরের এই তরুণের।

ক্লাব বিশ্বকাপে গার্সিয়া গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট একটি। অথচ কিলিয়ান এমবাপ্পে সুস্থ থাকলে সেরা একাদশে থাকতেন না ৬ ফুট উচ্চতার এই ফরোয়ার্ড। জুভেন্টাসকে তার একমাত্র গোলে হারানোর পর কোচ জাবি আলোন্সো বললেন, ‘আমি চার ম্যাচে তিন গোল আশা করিনি তার কাছ খেকে! তবে আমি গার্সিয়ার ওপর আস্থা রেখেছিলাম, এর মান রেখেছে ও।’

এমবাপ্পে ফিরেছেন সুস্থ হয়ে। তাহলে নতুন মৌসুমে গার্সিয়ার সঙ্গে একাদশে কি লড়াই হবে এমবাপ্পের? এমন প্রশ্নে সোজাসাপ্টা জবাব জাবির, ‘আমি এখানে ক্লাব বিশ্বকাপ খেলতে এসেছি। পরের মৌসুমের দল নিয়ে পরে ভাবা যাবে।’ রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে গার্সিয়া কোচ হিসেবে পেয়েছেন রাউলকে। সেই রাউলের সঙ্গে তুলনা নিয়ে এই তরুণ বললেন, ‘তার সাথে তুলনা করাটা অনেক বড় প্রশংসা। আমি তাকে দুই বছর কোচ হিসেবে পেয়েছিলাম। তার কাছ থেকে শিখতে পেরেছি অনেক কিছু।’

২০২৩ সালের আগস্টে ভিনিসিয়ুস চোট পেলে প্রথমবার রিয়ালের বি দল থেকে মূল দলে ডাক পেয়েছিলেন গার্সিয়া। রিয়ালের হয়ে তিনি প্রথম গোল করেছিলেন এ বছরের কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে ইনজুরি টাইমে। তার গোলেই রিয়াল জিতেছিল ৩-২ ব্যবধানে। ক্লাব বিশ্বকাপেও ছাপ রেখে যাচ্ছেন গার্সিয়া। পরের মৌসুমে কঠিনই হবে তাকে বাদ দেওয়া। চার ম্যাচে তিন গোল নিয়ে তিনি বললেন, ‘এটা ব্যাখ্যাতীত। এই তিন গোলের জন্য আমি খুব খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা দল হিসেবে কী দেখিয়েছি, আমাদের মনোভাব যা আমাদের জয় আর কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছে।’

কোয়ার্টার ফাইনালের সূচি :
তারিখ             ম্যাচ                                                সময়                      ভেন্যু
৪ জুলাই         ফ্লুমিনেন্স-আল হিলাল               রাত ১টা                ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম
৫ জুলাই         পালমেইরাস-চেলসি                     সকাল ৭টা            লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড
৫ জুলাই         বায়ার্ন মিউনিখ-পিএসজি             রাত ১০টা              মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম
৫ জুলাই          রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড   রাত ২টা                মেটলাইট স্টেডিয়াম

(বাংলাদেশ সময় অনুযায়ী)

রিয়াল মাদ্রিদ ১ : ০ জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড ২ : ১ মন্টেরেই

ক্লাব বিশ্বকাপে অপ্রতিরোধ্য মাদ্রিদ

আপডেট সময় : ০১:১৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

একজন ক্লাব কিংবদন্তি আরেকজনের সবে শুরু। তবু নতুন পেলে, নতুন ম্যারাডোনার মত রিয়ালে গনসালো গার্সিয়ার পরিচিতি এখন নতুন রাউল গঞ্জালেস। রিয়ালের ইতিহাসের অন্যতম সফল তারকা রাউলের সঙ্গে অনেকে মিল খুঁজে পাচ্ছেন ২১ বছরের এই তরুণের।

ক্লাব বিশ্বকাপে গার্সিয়া গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট একটি। অথচ কিলিয়ান এমবাপ্পে সুস্থ থাকলে সেরা একাদশে থাকতেন না ৬ ফুট উচ্চতার এই ফরোয়ার্ড। জুভেন্টাসকে তার একমাত্র গোলে হারানোর পর কোচ জাবি আলোন্সো বললেন, ‘আমি চার ম্যাচে তিন গোল আশা করিনি তার কাছ খেকে! তবে আমি গার্সিয়ার ওপর আস্থা রেখেছিলাম, এর মান রেখেছে ও।’

এমবাপ্পে ফিরেছেন সুস্থ হয়ে। তাহলে নতুন মৌসুমে গার্সিয়ার সঙ্গে একাদশে কি লড়াই হবে এমবাপ্পের? এমন প্রশ্নে সোজাসাপ্টা জবাব জাবির, ‘আমি এখানে ক্লাব বিশ্বকাপ খেলতে এসেছি। পরের মৌসুমের দল নিয়ে পরে ভাবা যাবে।’ রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে গার্সিয়া কোচ হিসেবে পেয়েছেন রাউলকে। সেই রাউলের সঙ্গে তুলনা নিয়ে এই তরুণ বললেন, ‘তার সাথে তুলনা করাটা অনেক বড় প্রশংসা। আমি তাকে দুই বছর কোচ হিসেবে পেয়েছিলাম। তার কাছ থেকে শিখতে পেরেছি অনেক কিছু।’

২০২৩ সালের আগস্টে ভিনিসিয়ুস চোট পেলে প্রথমবার রিয়ালের বি দল থেকে মূল দলে ডাক পেয়েছিলেন গার্সিয়া। রিয়ালের হয়ে তিনি প্রথম গোল করেছিলেন এ বছরের কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে ইনজুরি টাইমে। তার গোলেই রিয়াল জিতেছিল ৩-২ ব্যবধানে। ক্লাব বিশ্বকাপেও ছাপ রেখে যাচ্ছেন গার্সিয়া। পরের মৌসুমে কঠিনই হবে তাকে বাদ দেওয়া। চার ম্যাচে তিন গোল নিয়ে তিনি বললেন, ‘এটা ব্যাখ্যাতীত। এই তিন গোলের জন্য আমি খুব খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা দল হিসেবে কী দেখিয়েছি, আমাদের মনোভাব যা আমাদের জয় আর কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছে।’

কোয়ার্টার ফাইনালের সূচি :
তারিখ             ম্যাচ                                                সময়                      ভেন্যু
৪ জুলাই         ফ্লুমিনেন্স-আল হিলাল               রাত ১টা                ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম
৫ জুলাই         পালমেইরাস-চেলসি                     সকাল ৭টা            লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড
৫ জুলাই         বায়ার্ন মিউনিখ-পিএসজি             রাত ১০টা              মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম
৫ জুলাই          রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড   রাত ২টা                মেটলাইট স্টেডিয়াম

(বাংলাদেশ সময় অনুযায়ী)