যশোরের মণিরামপুরে জমির বিরোধ ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আহত বড় ভাই আব্দুল মান্নানের (৫৭) মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের মৃত এজাহার মোড়লের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আব্দুল মান্নান ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, (শনিবার ১২) বিকেলে জমির বিরোধে আব্দুল হান্নান ও তার ছেলে রহমত উল্লাহ মিলে আব্দুল মান্নানকে কুপিয়ে জখম করে। এ সময় স্বামী রক্ষা করার জন্য স্ত্রী ফুলি বেগম এগিয়ে আসলে তাকে কোপানো হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাদের ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে আব্দুল মান্নানের মৃত্যু হয়। তার স্ত্রী ফুলি বেগমের অবস্থা আশঙ্কাজনক।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী জানান, জমির বিরোধে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আহত আব্দুল মান্নান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। ঘটনার সাথে জড়িত আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যরা পলাতক রযেছে। তাদের আটকের চেষ্টা চলছে৷






















