আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে ফটিকছড়িতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে আসন্ন নির্বাচন সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও সিসিটিভি ক্যামেরাসহ প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকবে ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যেকোনো ভয়ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ পরিহার করে কেবল দেশপ্রেম ও সততাকে পুঁজি করে দায়িত্ব পালন করতে হবে। বৈষম্যহীন ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় অঙ্গীকার বাস্তবায়ন করাই সবার লক্ষ্য হওয়া উচিত।
ব্যক্তিগতভাবে কোনো দল বা গোষ্ঠীর প্রতি অনুরাগ থাকলেও নির্বাচনের সময় তা প্রকাশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করাই একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান উদ্দেশ্য।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্ত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মইনউদ্দিন হাসান, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক সাদ বিন সাঈদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল এবং চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।
এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
শু/সবা
























