০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ব্যাডমিন্টনে ৫০০ প্লাস ম্যাচ!

৩৯তম জাতীয় ব্যাডমিন্টনে সবমিলিয়ে ৫০০টি ম্যাচের বেশি খেলা রয়েছে। টেকন্যক্যাল কমিটিতে যারা আছেন আম্পায়ার, লাইনজাজসহ সবাই সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পযন্ত অক্লান্ত পরিশ্রম করছেন। গতকাল ফিকশ্চার অনুযায়ী ১৪৪ টি ম্যাচ ছিল। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খেলার রেজাল্ট দেয়া হলো।

মিক্সড ডাবলসে জয় পেয়েছে সিরাজগঞ্জের ইয়ামিন-অরোরা জুটি, শরিয়তপুরের হাসিবুর-তানজিলা জুটি, সেনাবাহিনীর জুমার-উর্মি জুটি, বগুড়ার সাব্বির-রাশিদা জুটি, বাংলাদেশ পুলিশের লোকমান-দুলালী জুটি, খুলনার তুষার-সাদিয়া জুটি, পুলিশের ফাহিম-সুমি, আর্মির ওয়ালিউল্লাহ-বৃষ্টি, লালচাঁদ-ম্যাথেনা, নাজমুল-জেরিন, আবুজর-রেহানা জুটি।

এককে জয় পেয়েছেন আব্দুস সোয়াদ, তন্ময় সাহা, ইমন, ইয়ামিন, মিজান, তুহিন, রাজন, সোলাইমান আকিব, ইয়াসিন, জয়, শুভ।

আরকে/সবা

 

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

জাতীয় ব্যাডমিন্টনে ৫০০ প্লাস ম্যাচ!

আপডেট সময় : ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

৩৯তম জাতীয় ব্যাডমিন্টনে সবমিলিয়ে ৫০০টি ম্যাচের বেশি খেলা রয়েছে। টেকন্যক্যাল কমিটিতে যারা আছেন আম্পায়ার, লাইনজাজসহ সবাই সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পযন্ত অক্লান্ত পরিশ্রম করছেন। গতকাল ফিকশ্চার অনুযায়ী ১৪৪ টি ম্যাচ ছিল। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খেলার রেজাল্ট দেয়া হলো।

মিক্সড ডাবলসে জয় পেয়েছে সিরাজগঞ্জের ইয়ামিন-অরোরা জুটি, শরিয়তপুরের হাসিবুর-তানজিলা জুটি, সেনাবাহিনীর জুমার-উর্মি জুটি, বগুড়ার সাব্বির-রাশিদা জুটি, বাংলাদেশ পুলিশের লোকমান-দুলালী জুটি, খুলনার তুষার-সাদিয়া জুটি, পুলিশের ফাহিম-সুমি, আর্মির ওয়ালিউল্লাহ-বৃষ্টি, লালচাঁদ-ম্যাথেনা, নাজমুল-জেরিন, আবুজর-রেহানা জুটি।

এককে জয় পেয়েছেন আব্দুস সোয়াদ, তন্ময় সাহা, ইমন, ইয়ামিন, মিজান, তুহিন, রাজন, সোলাইমান আকিব, ইয়াসিন, জয়, শুভ।

আরকে/সবা