আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে নিয়ে ইন্টার মায়ামি খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাতে চলেছে।
গাজেতা এক্সপ্রেস জানিয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদ ইতোমধ্যে আমেরিকান ক্লাবটির প্রস্তাব গ্রহণ করেছে এবং এখন শুধুমাত্র কিছু চূড়ান্ত বিষয় মীমাংসা করলেই চুক্তিটি সম্পন্ন হবে।
গত সপ্তাহ থেকেই দুই ক্লাবের মধ্যে আলোচনাগুলো অনেক দূর এগিয়েছিল এবং এখন চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে।
রদ্রিগো ডি পল ইন্টার মায়ামির সঙ্গে চার বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে উভয় পক্ষ চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আগে চূড়ান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে।
লিওনেল মেসি, সের্হিও বুসকেতস এবং জর্দি আলবার পর, ইন্টার মায়ামি আবারও বড় নামের খেলোয়াড় নিয়ে দল গঠনের পথে এগোচ্ছে। ডি পলের এই স্থানান্তর মেজর লিগ সকারের ক্লাবটির জন্য আরেকটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
আরকে/সবা


























