“দেশ গড়তে জুলাই পদযাত্রা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ জুলাই ২০২৫, দুপুর ২টা ৩০ মিনিটে ফরিদপুর জেলা সমন্বয় কমিটির উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড়ে এনসিপি’র এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক সৈয়দ নীলিমা দোলা।
পথসভায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তব্যে গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ফরিদপুরে মুজিববাদের কোনো অনুসারীকে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাদের গ্রেফতার করা। ফরিদপুর হবে এনসিপির ঘাঁটি। পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব।”
তারা আরও বলেন, “গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রক্তপাতের পরও অনেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রতিষ্ঠার কথা বলেছিল। মনে রাখা উচিত, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়— এটা একটি সন্ত্রাসী সংগঠন।”
বক্তারা অভিযোগ করেন, “জুলাই গণহত্যার বিচার দাবিতে আমরা বারবার বলেছি, কিন্তু আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যাপকভাবে গ্রেফতার করা হয়নি। যারা গ্রেফতার হয়েছে, তারা জামিন পাচ্ছে বা পালিয়ে যাচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজরা সক্রিয়।”
তারা বলেন, “শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে গ্রেফতার অভিযান চালাতে হবে, তবে নিরীহ কাউকে আটক করা যাবে না। আমরা আবারও গোপালগঞ্জে যাব এবং প্রতিটি উপজেলায়, গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে।”
উল্লেখ্য, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা থেকে দুপুর ১টা ৩২ মিনিটে সড়ক পথে ফরিদপুরে আগমন করেন। পরে সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করেন। ফরিদপুরের কর্মসূচি শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে রাজবাড়ীর উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।
সমস্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এমআর/সবা
শিরোনাম
ফরিদপুরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পথসভা অনুষ্ঠিত
-
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- ।
- 198
জনপ্রিয় সংবাদ






















