জামালপুরের বকশীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসর আলী মঞ্জু (৬০) ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক বায়জিদ হোসেন কাঞ্চন (৩০)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, ডেভিল হান্ট অপারেশনে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুনসর আলী মঞ্জু ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বায়জিদকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ডেভিল হান্ট অপারেশনে ওই দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি খন্দকার শাকের আহমেদ।
এমআর/সবা
শিরোনাম
জামালপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক
-
স্টাফ রিপোর্টার, জামালপুর - আপডেট সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- ।
- 73
জনপ্রিয় সংবাদ






















