১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার ক্যাপ্টেন্সি করে রোমাঞ্চিত নবিরন

টানা চার ম্যাচেই জিতে এবং সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে সাফ অনুর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার প্রায় কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ অনুর্ধ-২০ জাতীয় নারী ফুটবল দল। তাদের সামনে আছে আরও দুটি ম্যাচ। সর্বশেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে তারা (গতকাল বৃহস্পতিবার)।

আজ শুক্রবার বাংলার বাঘিনীদের কোন অনুশীলন ছিল না। তবে রিকভারি সেশন করেছে তারা। এদিন তারা জিম সেশন ও সুইমিং করেছে।

এরই ফাঁকে ভুটান ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নবিরন খাতুন তার অনুভূতি ব্যক্ত করেন। প্রথমবার আর্মব্যান্ড পরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাল ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার দলকে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে।’

নবিরনদের এই ম্যাচ দেখেছেন তার গ্রামের বাসিন্দারাও। এতে রোমাঞ্চিত তিনি, ‘প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছি এটা আমার কাছে অনেক আনন্দের, আমার পরিবারের কাছেও আনন্দের। আমার বাবা-মা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের আশেপাশের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’

তার লক্ষ্য, ‘সামনে দুটো ম্যাচে জয় নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কা নিয়ে কোচ আমাদের ভিডিও অ্যানালাইসিস করাবে। সেখানে বলবে কে কীভাবে খেলবে। তো আমরা সেটা নিয়ে ফোকাস। ইনশাআল্লাহ ভালো জয় নিয়ে মাঠ থেকে ফিরবো।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

প্রথমবার ক্যাপ্টেন্সি করে রোমাঞ্চিত নবিরন

আপডেট সময় : ০৭:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

টানা চার ম্যাচেই জিতে এবং সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে সাফ অনুর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার প্রায় কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ অনুর্ধ-২০ জাতীয় নারী ফুটবল দল। তাদের সামনে আছে আরও দুটি ম্যাচ। সর্বশেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে তারা (গতকাল বৃহস্পতিবার)।

আজ শুক্রবার বাংলার বাঘিনীদের কোন অনুশীলন ছিল না। তবে রিকভারি সেশন করেছে তারা। এদিন তারা জিম সেশন ও সুইমিং করেছে।

এরই ফাঁকে ভুটান ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নবিরন খাতুন তার অনুভূতি ব্যক্ত করেন। প্রথমবার আর্মব্যান্ড পরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাল ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার দলকে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে।’

নবিরনদের এই ম্যাচ দেখেছেন তার গ্রামের বাসিন্দারাও। এতে রোমাঞ্চিত তিনি, ‘প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছি এটা আমার কাছে অনেক আনন্দের, আমার পরিবারের কাছেও আনন্দের। আমার বাবা-মা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের আশেপাশের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’

তার লক্ষ্য, ‘সামনে দুটো ম্যাচে জয় নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কা নিয়ে কোচ আমাদের ভিডিও অ্যানালাইসিস করাবে। সেখানে বলবে কে কীভাবে খেলবে। তো আমরা সেটা নিয়ে ফোকাস। ইনশাআল্লাহ ভালো জয় নিয়ে মাঠ থেকে ফিরবো।’

আরকে/সবা