০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সংবাদ সম্মেলনে দাবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল পাটোয়ারী তার বিরুদ্ধে আনিত চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে রাজারহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ দাবি জানান।

রুবেল পাটোয়ারী অভিযোগ করেন, তার খালাতো বোন শিমা বেগমের স্বামী মোঃ শাকিল পাটোয়ারী ওরফে হারুন পারিবারিক অনৈতিক সম্পর্কে জড়িত। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিমা বেগম প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এ অবস্থায় পারিবারিক সমঝোতার উদ্দেশ্যে রুবেল ও তার আত্মীয়রা শিমার স্বামীর বাড়িতে গেলে উল্টো তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং সেই সময়ের কিছু ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে “চাঁদাবাজি” আখ্যায় প্রচার চালানো হয়।

রুবেল বলেন, “পরিবারের সম্মান রক্ষায় আমি সেখানে গিয়েছিলাম। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ শিমা বেগমও লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে পরিবারের এক ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। স্বামীর অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে বারবার বললেও কোনো পরিবর্তন হয়নি, বরং নির্যাতনের মাত্রা আরও বেড়েছে।

শিমা বেগম বলেন, “আমি এক ১০ মাসের শিশুসন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার খালাতো ভাই রুবেল পাটোয়ারীসহ পরিবারের সদস্যরা এগিয়ে এসেছিল বলেই বিষয়টি জানাজানি হয়। এখন তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”

তিনি বলেন, “আমার বড় দুই জা — মোছাঃ মাহমুদা বেগম ও মোছাঃ ফাতেমা বেগম — মূলত বিষয়টি ভিন্নখাতে নিতে রুবেল পাটোয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য কাজল চন্দ্র রায়, রুবেল পাটোয়ারীর খালাতো বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তারা জানান, রুবেল পাটোয়ারী একজন সৎ, দায়িত্বশীল ও জনপ্রিয় রাজনৈতিক কর্মী। তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগে এলাকার মানুষও ক্ষুব্ধ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

রাজারহাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সংবাদ সম্মেলনে দাবি

আপডেট সময় : ০২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল পাটোয়ারী তার বিরুদ্ধে আনিত চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে রাজারহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ দাবি জানান।

রুবেল পাটোয়ারী অভিযোগ করেন, তার খালাতো বোন শিমা বেগমের স্বামী মোঃ শাকিল পাটোয়ারী ওরফে হারুন পারিবারিক অনৈতিক সম্পর্কে জড়িত। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিমা বেগম প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এ অবস্থায় পারিবারিক সমঝোতার উদ্দেশ্যে রুবেল ও তার আত্মীয়রা শিমার স্বামীর বাড়িতে গেলে উল্টো তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং সেই সময়ের কিছু ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে “চাঁদাবাজি” আখ্যায় প্রচার চালানো হয়।

রুবেল বলেন, “পরিবারের সম্মান রক্ষায় আমি সেখানে গিয়েছিলাম। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ শিমা বেগমও লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে পরিবারের এক ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। স্বামীর অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে বারবার বললেও কোনো পরিবর্তন হয়নি, বরং নির্যাতনের মাত্রা আরও বেড়েছে।

শিমা বেগম বলেন, “আমি এক ১০ মাসের শিশুসন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার খালাতো ভাই রুবেল পাটোয়ারীসহ পরিবারের সদস্যরা এগিয়ে এসেছিল বলেই বিষয়টি জানাজানি হয়। এখন তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”

তিনি বলেন, “আমার বড় দুই জা — মোছাঃ মাহমুদা বেগম ও মোছাঃ ফাতেমা বেগম — মূলত বিষয়টি ভিন্নখাতে নিতে রুবেল পাটোয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য কাজল চন্দ্র রায়, রুবেল পাটোয়ারীর খালাতো বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তারা জানান, রুবেল পাটোয়ারী একজন সৎ, দায়িত্বশীল ও জনপ্রিয় রাজনৈতিক কর্মী। তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগে এলাকার মানুষও ক্ষুব্ধ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।