জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শনিবার (১৯ জুলাই) চার শহিদের স্মরণে চারটি গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসন, রাজনীতি, বন বিভাগ ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহিদ রুবেল, নাঈম, সাজ্জাদ ও কালামের স্মরণে যথাক্রমে বকুল, আমলকি, আগর ও লটকন গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসক জানান, এই বৃক্ষগুলো শহিদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখবে।
এমআর/সবা






















