চট্টগ্রামের ফটিকছড়ির ববিরহাটে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন ওবায়দুল্লাহ (২২) ও তার খালাতো ভাই সাইমন। এ খবর শুনে পথেই স্ট্রোক করে মারা যান ওবায়দুল্লাহর মা হাসনিয়া খাতুন (৫০)।
শুক্রবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন ওবায়দুল্লাহ। তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ছেলের দুর্ঘটনার খবর শুনেই স্ট্রোক করে হাটহাজারীর একটি ক্লিনিকে মারা যান হাসনিয়া খাতুন।
ওবায়দুল্লাহ পেশায় গ্রিল কর্মী। তার পরিবার চরম আর্থিক সংকটে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
এমআর/সবা






















